সম্মানিত সদস্য - যে কোন ব্যক্তি এককালীন এক লক্ষ টাকা দিয়ে সম্মানিত সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
সহযোগী সদস্য - যে কোন ব্যক্তি এককালীন পঁচিশ হাজার টাকা দিয়ে ‘পান্থপাদপ’ এর ‘সহযোগী সদস্য’ পদ গ্রহণ করতে পারবেন।
সম্মানিত ও সহযোগী সদস্যদের দায়িত্ব ও অধিকার –
সম্মানিত সদস্যরা পঞ্চাশ শতাংশ ভাড়ায় আমাদের অতিথি শালায় থাকতে পারবেন।
সম্মানিত ও সহযোগী সদস্যরা একটি বাৎসরিক সাধারণ সভায় ‘পান্থপাদপ’ এর পরিচালনা কমিটির সঙ্গে মিলিত হতে পারবেন। বাৎসরিক রিপোর্ট, হিসেব সহ, তাঁদের সামনে পেশ করা হবে।
সহযোগী সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করবেন, গঠনমূলক সমালোচনা করবেন এবং পরামর্শ দেবেন। কিন্তু পরিচালনা সমিতি নির্বাচনের কোন ভোটাধিকার থাকবে না।
‘পান্থপাদপ’ এর তিনটি বাৎসরিক উৎসব (পলাশ পরব, বর্ষামঙ্গল ও পিঠে-পুলি উৎসব ), মূল কেন্দ্র বীরভূম ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উদ্যাপিত হবে। ‘পান্থপাদপ’ পরিচালনা কমিটির সঙ্গে আলোচনাক্রমে এই উৎসবগুলির পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে সম্মানীয় সদস্য ও সহযোগী সদস্যরা থাকবেন।
‘পান্থপাদপ’ পরিচালিত কর্মশালা, আলোচনা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচী রূপায়নে এই সদস্যগণ সক্রিয় ভূমিকা নেবেন।
‘পান্থপাদপ’ এর সম্মানিত সদস্য এবং সহযোগী সদস্যপদের আবেদন