‘পান্থপাদপ’ দুধরনের সদস্য গ্রহণ করবে -

সম্মানিত সদস্য - যে কোন ব্যক্তি এককালীন এক লক্ষ টাকা দিয়ে সম্মানিত সদস্যপদ গ্রহণ করতে পারবেন।
সহযোগী সদস্য - যে কোন ব্যক্তি এককালীন পঁচিশ হাজার টাকা দিয়ে ‘পান্থপাদপ’ এর ‘সহযোগী সদস্য’ পদ গ্রহণ করতে পারবেন।

সম্মানিত ও সহযোগী সদস্যদের দায়িত্ব ও অধিকার –

  • সম্মানিত সদস্যরা পঞ্চাশ শতাংশ ভাড়ায় আমাদের অতিথি শালায় থাকতে পারবেন।
  • সম্মানিত ও সহযোগী সদস্যরা একটি বাৎসরিক
    সাধারণ সভায় ‘পান্থপাদপ’ এর পরিচালনা কমিটির সঙ্গে মিলিত হতে পারবেন। বাৎসরিক রিপোর্ট, হিসেব সহ, তাঁদের সামনে পেশ করা হবে।
  • সহযোগী সদস্যরা আলোচনায় অংশগ্রহণ করবেন, গঠনমূলক সমালোচনা করবেন এবং পরামর্শ দেবেন। কিন্তু পরিচালনা সমিতি নির্বাচনের কোন ভোটাধিকার থাকবে না।
  • ‘পান্থপাদপ’ এর তিনটি বাৎসরিক উৎসব (পলাশ পরব, বর্ষামঙ্গল ও পিঠে-পুলি উৎসব ), মূল কেন্দ্র বীরভূম ছাড়াও পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে উদ্যাপিত হবে। ‘পান্থপাদপ’ পরিচালনা কমিটির সঙ্গে আলোচনাক্রমে এই উৎসবগুলির পরিকল্পনা ও রূপায়ণের দায়িত্বে সম্মানীয় সদস্য ও সহযোগী সদস্যরা থাকবেন।
  • ‘পান্থপাদপ’ পরিচালিত কর্মশালা, আলোচনা, প্রদর্শনী ইত্যাদি কর্মসূচী রূপায়নে এই সদস্যগণ সক্রিয় ভূমিকা নেবেন।
‘পান্থপাদপ’ এর সম্মানিত সদস্য এবং সহযোগী সদস্যপদের আবেদন