‘পান্থপাদপ’ কী এবং কেন?

সারা পৃথিবী জুড়ে ৩৩ কোটি বাঙালির বাস। এর মধ্যে ১৭ কোটি মানুষের নিজস্ব বাসভূমি আছে। সে বাসভূমির নাম বাংলাদেশ। বাকি ১৬ কোটি বাঙালি, কচুরীপানার মত ভেসে বেড়াই। এর মধ্যে পশ্চিম বাংলায় প্রায় ১০ কোটি ও বাকি ৬ কোটি বাঙালি ভারতবর্ষের বিভিন্ন রাজ্য ও পৃথিবীর বিভিন্ন দেশে বসবাস করে। ৩৩ কোটি মানুষ এক ভাষায় কথা বলে, এক গান গায়, একই খাদ্যভ্যাসে অভ্যস্ত তবুও এক অনিবার্য বিচ্ছিন্নতা আমাদের দুর্বল থেকে দুর্বলতর করছে প্রতিদিন।

আমরা বিশ্বাস করি, মেধাশক্তি, সৃজনশীলতা, ঔদার্য্য, দেশপ্রেম ইত্যাদি গুণাবলীর বিচারে – বাঙালি আজও পৃথিবীর অন্যতম শ্রেষ্ঠ জনগোষ্ঠী। এই ৩৩ কোটি বাঙালিকে এক সূত্রে বাঁধতে পারলে অমিত শক্তিধর হতে পারি আমরা। বাংলার সংস্কৃতির ঐতিহ্য তার মূল্যবান লোকাচারগুলি, আমাদের মনীষীদের কথা, বাঙালির স্বাধীনতার জন্য আপোষহীন লড়াই, ভারতের জাতীয় মুক্তি সংগ্রাম ও বাংলাদেশের মুক্তি যুদ্ধের ইতিহাস, বাঙালির চারিত্রিক দৃঢ়তা প্রেমের সাক্ষ্যবহন করে। বাঙালির এই কীর্তিকাহিনী পৌঁছে দিতে হবে – নবতম প্রজন্মের কাছে।
‘পান্থপাদপ’ চায় বাংলার সাহিত্য, সংস্কৃতি, ক্রীড়া, বিজ্ঞানসাধনা ইত্যাদির ক্ষেত্রে বাঙালি তার হৃত গৌরব পুনরুদ্ধার করুক। আমাদের সাংস্কৃতিক ঐতিহ্য ও সুন্দর লোকাচারগুলি আবার চর্চার মধ্যে ফিরে আসুক।

কার্যক্রম

সারা পৃথিবীর বাঙালির উদ্দেশ্যে শ্রী শুভেন্দু মাইতির আবেদন

সুযোগ-সুবিধা

‘পান্থপাদপ’ লাইভ